মেহেরপুর নিউজ:
মেহেরপুর ব্র্যাকের উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শামীম হাসানকে ব্র্যাকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার বিকালের দিকে এই শুভেচ্ছা জানানো হয়।
মেহেরপুর ব্র্যাকের বিডিসি শেখ মনিরুল হুদা উপস্থিত থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসককে ব্র্যাকের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়। শুভেচ্ছা জ্ঞাপনে ব্র্যাকের পক্ষে বিডিসির সাথে সদরের এরিয়া ম্যানেজার (দাবি) মহাদেব দাস, এরিয়া ম্যানেজার (প্রগতি) পতিত পাবন,উপস্থিত ছিলেন।