মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ সেপ্টেম্বর:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবঃ জাভেদ আলী বলেছেন বাংলাদেশের নির্বাচন হয়েছে সংবিধান অনুযায়ী এর বেশী কিছু বলার নেই। তিনি বলেন কোন নাগরিককে যাতে কোন কষ্ট পেতে না হয় তার জন্য সার্ভার ষ্টেশন করা হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল অবঃ জাভেদ আলী মঙ্গলবার দুপুরে মেহেরপুর সার্ভার ষ্টেশন উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মাহামুদ হোসেন, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, আঞ্চলিক নির্বাচন অফিসার মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানউল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে ব্রিগেডিয়ার জেনারেল অবঃ জাভেদ আলী মেহেরপুর সার্কিট হাউজে এসে পোঁছালে জেলা প্রশাসক মাহামুদ হোসেন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহন করেন।