মেহেরপুর নিউজঃ
আরবি ‘আশারা’ শব্দের অর্থ ‘দশ’, আর ‘আশুরা’ অর্থ ‘দশম’। আরবি মাসগুলোর মধ্যে ‘মহররম’ অন্যতম পবিত্র ও সম্মানিত মাস। ইসলামের ইতিহাসে হিজরি ৬১ সনের ১০ মহররম মানবতা, ন্যায় ও সত্যের এক বেদনাবিধুর অধ্যায়—কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার নির্মমভাবে শহীদ হন।
এই ঘটনার স্মরণে প্রতিবছর ১০ মহররম পবিত্র আশুরা পালন করেন মুসলিমরা। আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক আয়োজনে নানা অনুষ্ঠান হয়। এরই অংশ হিসেবে মেহেরপুর জেলার কুতুবপুর গ্রামে প্রতিবছরের মতো এবারও আশুরা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়েছে।
তবে স্থানীয়রা জানান, অন্যান্য বছরের তুলনায় এবারের মেলায় লোকসমাগম ছিল অনেক কম। তারা জানান, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার কারণে দূরদূরান্ত থেকে লোকজন আসতে পারেননি। ফলে মেলায় বেচাকেনাও ছিল তুলনামূলক কম।
এক বিক্রেতা জানান, “প্রতিবছর এই মেলায় প্রচুর ভিড় হয়। কিন্তু এবার সকাল থেকেই বৃষ্টি ছিল। দুপুরের পর কিছুটা কমলেও আগের মতো ভিড় আর হয়নি।”
উল্লেখ্য, আশুরা উপলক্ষে আয়োজিত এই মেলায় বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র, খাবার, খেলনা, ঝাঁকঝমকপূর্ণ দোকানপাটসহ নানা ধরনের সাংস্কৃতিক উপকরণ থাকে। তবে ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় রাখতে আয়োজন সীমিত রাখারও চেষ্টা করা হয়।