মেহেরপুর নিউজ:
পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন এবং বুড়িপোতা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন।