মেহেরপুর নিউজ:
গাছ সমস্ত প্রাণিকুলের পরম, আদি ও অকৃত্রিম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আবহাওয়া ও জলবায়ু স্থিতিশীল রাখতে সহায়তা করে। গাছ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, বৃষ্টিপাতকে নিয়মিত করে, নদীভাঙন রোধে সাহায্য করে, এবং দাবানল ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষের অবদান অনস্বীকার্য। সুন্দর, বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই। খাদ্য, ফলমূল, আসবাবপত্র, ওষুধ, জ্বালানি—সব ক্ষেত্রেই গাছের উপর আমাদের নির্ভরতা অপরিসীম। অথচ সচেতনতার অভাবে আমরা প্রতিনিয়ত নির্বিচারে গাছ কাটছি, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে, এবং প্রকৃতি তার সৌন্দর্য হারাচ্ছে।
বাংলাদেশের মোট ভূমির কমপক্ষে ২৫% বনভূমি থাকা প্রয়োজন হলেও বাস্তবে তা অনেক কম। বিশেষ করে মেহেরপুর জেলার মতো সীমান্তবর্তী এলাকায় বনাঞ্চল প্রায় নেই বললেই চলে। সম্প্রতি কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়ক সম্প্রসারণে বহু পুরোনো বৃক্ষ কেটে ফেলা হয়েছে, যার ফলে গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও শীতে অতিরিক্ত ঠান্ডা অনুভূত হচ্ছে।
এই অবস্থার পরিবর্তনে সরকারি-বেসরকারি উদ্যোগে এবং ব্যক্তি পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি চালানো প্রয়োজন। রাস্তার দু’পাশ, নদীর পাড়, বিদ্যালয়, মসজিদ, মন্দির, মাদ্রাসা, বাড়ির আঙিনা—যেকোনো খালি জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে “সবুজ বিদ্যালয়” গড়ে তুলতে ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।
আমাদের লক্ষ্য হওয়া উচিত, প্রতিবছর প্রত্যেক নাগরিক যেন অন্তত ৫টি করে গাছ লাগায়। পরিবেশকে বাসযোগ্য করতে হলে “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে হবে। মেহেরপুরের মতো এলাকায় ফেসবুক গ্রুপ ও সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা বাড়ানো জরুরি—যেমন: মেসডা, মেআভা, পরিবর্তনের মেহেরপুর, বাড়ি মেহেরপুর ইত্যাদি।
আশার কথা, বর্তমান সরকারের পাশাপাশি অনেক ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস এ বিষয়ে যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর মতো নেতৃত্ব ও সুশীল সমাজ, শিক্ষক, ইমাম, ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মেহেরপুরসহ গোটা বাংলাদেশে সবুজ বিপ্লব সম্ভব।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনে রূপ নিতে চলেছে। বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। তাই এই সময়টিকে কাজে লাগিয়ে আমরা যদি গাছ লাগাই, তার পরিচর্যা করি—তবে একটি সবুজ, নির্মল, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সরকারি বনবিভাগ, বিভিন্ন এনজিও, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবছর যে চারা গাছ সরবরাহ করে, তা সঠিক বণ্টন ও পরিচর্যার মাধ্যমে কাজে লাগানো আবশ্যক। মনে রাখতে হবে, বৃক্ষহীন পরিবেশ প্রাণিকুলের জন্য মারাত্মক হুমকি।
অতএব, আসুন, আমরা সকলে এগিয়ে আসি—সবুজ পৃথিবী গড়ি, আগামীর প্রজন্মকে উপহার দিই একটি নির্মল পরিবেশ। পরিবেশ রক্ষার এই মহৎ দায়িত্বে আমাদের প্রত্যেকের অংশগ্রহণই পারে এই পৃথিবীকে রক্ষা করতে।
মোঃ আক্তারুজ্জামান হীরা
সহকারী শিক্ষক, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়