মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগে পিরোজপুর ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভৈরব ক্লাব সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার পিরোজপুর মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় গোভিপুর ভৈরব ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে রামনগর একাদশকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে রামনগর পেনাল্টি পেয়েও ভৈরব ক্লাবে গোলরক্ষক লাকির বদন্যতায় গোল করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। স্পোর্ট কিকে গোভিপুর ভৈরব ক্লাব ৪-৩ গোলে রামনগরে একাদশকে পরাজিত করে। খেলায় গোভিপুর ভৈরব এর পক্ষে আব্দুল্লাহ, সেলিম, মুস্তাফিজ এবং পলাশ একটি করে গোল করেন।
রামনগরের পক্ষে রিপন, রাব্বি এবং রকি গোল করলেও হৃদয়ের কিক প্রতিপক্ষ দলের গোলরক্ষক লাখি আটকে দেন। এবং মৃদুলের কিক গোলবারের উপর দিয়ে চলে যায়। বিজয়ী দলের গোলরক্ষক লাখি ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্ট কমিটির সদস্য খালিদ হাসান মুন্না পুরস্কার তুলে দেন।