মেহেরপুর নিউজ:
দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজি ব্যাজ)” অর্জন করেছেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম।
বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে দেশের বিভিন্ন জেলার পুলিশের সুপারের পাশাপাশি মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।
মাকসুদা আক্তার খানম মেহেরপুর পুলিশে সুপার হিসেবে যোগদানের পর থেকেই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন।মাদক উদ্ধার, চোরাচালান রোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।