মেহেরপুর নিউজ:
দুই ঐতিহ্যবাহি ক্লাব মেহেরপুর টাউন ক্লাব এবং ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব একে অপরের মোকাবেলা, মেহেরপুর স্টেডিয়াম মাঠে। মেহেরপুর টাউন ক্লাব জয় লাভ করলে তারা তৃতীয় দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে খেলায় নাম লেখাবে, অপরদিকে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবকে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। এমন সমীকরণে খেলতে নেমে দুই ঐতিহ্যবাহীর লড়াইয়ে শেষ পর্যন্ত ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে গ্রুপ পর্বে উভয় দলেরই দ্বিতীয় খেলা, সেই খেলায় শেষ পর্যন্ত ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব ১-০ গেলে মেহেরপুর টাউন ক্লাব কে পরাজিত করে। খেলা শুরু হওয়ার পর থেকেই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলায় এগিয়ে যেতে থাকে, খেলার প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ পেলেও জালের নিশানা ভেদ করতে পারেননি কোন দলে। যে কারণে খেলার প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবে।দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণের ধার বাড়িয়ে দেন, এতে সফল হন সত্য সংঘ ক্লাব।
দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের মাথায় ঝাউবাড়িয়া সত্য সন্ধ্যা ক্লাবের ইমরুল মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে দুজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শট বল চলে যায় জালে, সেই সাথে সাথে ঐ এক গোলেই শেষ পর্যন্ত তারা জয়লাভ করে। দুখলা থেকে দু দলের পয়েন্ট সংখ্যা ৩।