মেহেরপুর নিউজঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ।
সোমবার রাতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, আওয়ামীলীগ নেতা আব্দুর রেজা,জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, ছাত্রলীগ নেতা শোভন সরকার প্রমুখে উপস্থিত ছিলেন।