মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শুক্রবার বিকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পল্লীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালি) বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, রোজিনা খাতুনসহ মহিলা লীগের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেখানে কেক কাটা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।