মেহেরপুর নিউজ:
বিসিবি’র উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জয়লাভ করেছে।
শনিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১২৬ রানের বিশাল ব্যবধানে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সাগরের সেঞ্চুরির সুবাদে ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাগর সর্বোচ্চ ১০০, তৌফিক ৪২ রান করে।জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে জিসান ৩ টি উইকেট দখল করে।
জবাবে খেলতে নেমে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করে। রাহুল দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন। সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষে বিল্পব ৫ টি উইকেট লাভ করেন।