মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক আজিজুল ইসলাম বলেছেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষা জীবনের ভীত। এভিত্তিকে অবশ্যই শক্ত করতে হবে। তাদেরকে নীতি-নৈতিকতার শিক্ষা দিতে হবে। তারা নিয়মিত পড়াশোনা করবে। নিয়মিত খেলাধুলা করবে। বিজ্ঞানের চর্চা করবে। তিনি বলেন, সেই শিক্ষার কোন প্রয়োজন নেই, যে শিক্ষা নীতি-নৈতিকতা থেকে মুখ ফিরিয়ে নেয়। জেলা পরিষদ মোহাম্মদ আজিজুল ইসলাম সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনাতনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিনের সভাপতিত্বে সমন্বয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম আরো বলেন, আপনি একজন শিক্ষক, সেটিই বড় পরিচয়। শিক্ষকের পাশাপাশি আপনার অন্য পরিচয় থাকতে পারে, তবে সেটি শিক্ষকের উপর নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রন্জন রায়, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন। সমন্বয় সভায বক্তব্য রাখেন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক প্রমুখ। সভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল হক, এসএম জয়নুল ইসলাম, শফিকুল ইসলাম, আশাবুদ্দৌলা, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, শামসুল আরেফিন,নুরুল গনি, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।