সাহাজুল সাজু :
৫ ই আগস্ট ছাত্রজনতার রক্তের বিনিময়ে দেশ যে নতুন করে মুক্ত হলাে। ওই সময়ের ফ্যাসিবাদী পরাজিতরা যেনাে আর মাথা চাড়া না দেয়,সেদিকে সজাগ থাকতে হবে। কারণ দেশকে নৈরাজ্যে সৃষ্টি করতে এখনও অর্থের যােগান দিয়ে যাচ্ছে তারা। দেশকে ফ্যাসিবাদী কায়েম করতে আর্থিক যােগাযােগের ক্ষেত্রে তারা অত্যন্ত শক্তিশালী।
শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কথাগুলো বলেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার।
তিনি আরাে বলেন,১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামক সরকার গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধকালীন সময়ে শেখ মুজিবুর রহমান তাে এদেশেই ছিলেন না। তার নামে অর্থাৎ মুজিবনগর নামকরণ কােন যৌক্তিক না। যেহেতু,মুক্তির চেতনায় মুক্তিকামী জনতা যুদ্ধ করেছিল। সে কারণে বৈদ্যনাথতলাকে মুক্তিনগর বা মুক্তিপুর নামক করায় যৌক্তিক বলে মনে করি আমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হােসেন,গাংনী থানার ওসি বানী ইসরাইল,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সােনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,সমাজ সেবক আব্দুর রাজ্জাক মাস্টার,জামায়াত নেতা জিল্লুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।