মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মার্চ:
মেহেপুরের সিভিল সার্জন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কল্যানে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক ছিল বলেই আমরা স্বাধীনতা লাভ করেছি। সুতারাং বঙ্গবন্ধুর আদর্শে জাতির কল্যানে কাজ করে যেতে হবে । মেহেরপুর জেলা শাখা বি.এম.এ’র আয়োজনে বঙ্গবন্ধুর ৯২ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার মেহেরপুর জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভায় মেহেরপুর জেলা শাখা বি,এম,এ’র সভাপতি ডা: রমেশ চন্দ্র নাথ -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: আবদুস শহীদ। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা: এম,এ,বাসার ও বি,এম,এ’র সাধারন সম্পাদক ডা: আবু তাহের সিদ্দিকী । আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডা: তাপস সরকার । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাসপাতালে শিশুদের চিকিৎসার খোঁজ- খবর ও শিশুদের মাঝে পোশাক বিতরন করা করেন।