মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাসুদুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় আমদহ ইউনিয়ন জয়লাভ করেছে।
খেলায় আমদাহ ইউনিয়ন টাইব্রেকারে ২-০ গোলে পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ২৯ মিনিটের মাথায় আসমাউল গোল করে আমদাহ ইউনিয়নকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটের মাথায় শামীম গোল করে খেলায় সমতা ফেরান। বাঁকি সময়প কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় আমদাহ ইউনিয়নের পক্ষে রাসেল ও রকিবুল ইসলাম গোল করলেও হিমেলের শর্ট বারের উপর দিয়ে চলে যায়। অপরদিকে পিরোজপুর এর পক্ষে মুস্তাফিজুর রহমানের শর্ট বাইরে দিয়ে চলে গেলেও খালেদুল, সাদ্দাম এবং শামীমের শর্ট আমদাহের গোলরক্ষক সজীব আটকে দিয়ে দলের নায়ক বনে যান।