মেহেরপুর নিউজ:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইইয়াং বাংলা ফিউচার লিডার মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম করা হয়।
ইয়ং বাংলা ফিউচার লিডার্স এর সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা ইয়ং বাংলা ফিউচার লিডার্স এর সভাপতি রফিকুল ইসলাম,হাফেজ মোহাম্মদ আলামিন, হাফেজ মোঃ শিহাব সাকিবুল, হাফেজ মোঃ রাকিবুল হাফেজ মোঃ তানভীর প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।