মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির প্রদান সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক সজল আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।