মেহেরপুর নিউজ:
মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উক্ত একাদশ জয়লাভ করেছে। বৃহস্পতিবার মেহেরপুর কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উক্ত একাদশ ইমনের ৪ গোলের সুবাদে ৫-১ গোলের বড় ব্যবধানে ছত্রাগাছা নবায়ন সংঘকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় ইমন গোল করে দলকে এগিয়ে নেন। এর তিন মিনিটের মাথায় ইমন দল ও নিজের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় রাফি একটি গোল করেন। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মাথায় ইমন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ২৮ মিনিটের মাথায় ইমন নিজের চতুর্থ এবং দলের পঞ্চম গোলটি করেন। খেলা ইউনিয়ন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে রাশেদুল ইসলাম আনন্দ, জুলফিকার সেখানে উপস্থিত ছিলেন।