মেহেরপুর নিউজ:
মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চৌগাছা ইয়ং স্টার ক্লাব জয়লাভ করেছে। বৃহস্পতিবার মেহেরপুর কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় চৌগাছা ইয়ং স্টার ক্লাব ৩-২ গোলে চাঁদবিল সিবি কিংসকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে ৩৪ মিনিটের মাথায় ইয়ং স্টার এর পক্ষে আব্দুল্লাহ গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় চাঁদবিলের পক্ষে মেরাজ গোল করে খেলায় সমতা ফেরান। এর তিন মিনিটের ব্যবধানে বদলি খেলোয়াড় লিটন গোল করে চৌগাছা কে আবারো এগিয়ে নেন। খেলার ২৬ মিনিটের মাথায় চাঁদবিল পেনাল্টি পেলেও পেনাল্টি থেকে গোল করতে না পারায় খেলায় সমতা ফেরানোর সম্ভব হয়নি।অতিরিক্ত সময়ের ৪ মিনিটের মাথায় দলের পক্ষে সাগর গোল করে দলকে ৩-১ গোলে জয়লাভ করতে সহায়তা করেন।
এর আগে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে চৌগাছা খেলার আপত্তি জানালে প্রায় ৬ মিনিটের মত খেলা বন্ধ থাকে। পরে মেরাজ পেনাল্টি কিক নিলে গোলরক্ষক রাজু সেটিকে প্রতিহত করেন।খেলায় বিজয়ী দলের গোলরক্ষক রাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক রমজান আলী ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন। এসয় আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন, রাশেদুল ইসলাম আনন্দ, জুলফিকার, ফিরাতুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।