মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌর এলাকায় চ্যাম্পিয়ন হয়ে উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শনিবার দুপুরের দিকে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়।
খেলা শেষে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও শহীদ ক্যাপ্টেন আশরাফুল ইসলাম হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন শাহানাজ, বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, পশুহাট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।