মেহেরপুর নিউজ:
আসন্ন ক্রিসমাসডে ও শুভ বড়দিন যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে মেহেরপুর পুলিশ সুপারের উদ্যোগে জেলার বিভিন্ন গীর্জা ও চার্চের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল হক, জামিনুর রহমান খানসহ মেহেরপুর জেলার বিভিন্ন গীর্জা ও চার্চের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে সার্বিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গীর্জা ও চার্চ নেতৃবৃন্দ তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। তাদের মতামতের আলোকে বড়দিন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পালনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার অভিমত ব্যক্ত করেন।