মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক শরিফুজ্জামান উপস্থিত থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। সদর উপজেলা স্কাউসের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, কমিশনার জাহিদুল রহমান, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।