মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাগোয়ান ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বাগোয়ান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থ বছরের ১কোটি ২৩ লক্ষ, ৬০ হাজার ৮৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের সচিব মোছা: সালমা পারভীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, লুক হরেন্দ্র বিশ্বাস, কুতুব উদ্দীন, প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সদস্য মি: বাবুল মল্লিক, মি: সিবাস্তিন মল্লিক, আব্দুর রকিব, রফিকুল ইসলাম, ওমর আলী, আফরোজা খাতুন, মরিয়ম ও মাবিয়া খাতুন প্রমুখ।