মুজিবনগর প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী কুতুব উদ্দিন মল্লিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার নির্বাচন কমিশনারের কার্যালয়ে স্হানিয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসূল,মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন,
মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউর রহমান নান্নু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ আওয়ামীলীগের তৃনমূলের নেতাকর্মীরা।
উল্লেখ্য আজকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।