মেহেরপুর নিউজ:
মেহেরপুর বাবলাতলা একাদশের উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মিনি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে স্বাগতিক বাবলাতলা একাদশ ও রেড সক্সের মধ্যকার খেলায় রেড সক্স জয়লাভ করেছে খেলায়।
রেডসক্স ট্রাইবেকারে ১-০ গোলে স্বাগতিক বাবলাতলা কে পরাজিত করে।নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত ট্রাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় একমাত্র গোলটি করেন আকাশ । খেলায় বাবলাতলার পক্ষে রফিক, সঞ্জু, মিলন, মিন্টু, হৃদয়, রোমেল, বাবলু, অংকন, সেলিম, আকিব এবং মিজান। রেড সক্সের পক্ষে আকাশ, বিক্রম, জিম, নন্দ, সাইফুল, শুভ, জিকো, বাঁধন, জীবন এবং মনা অংশগ্রহণ করেন।