মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল নামের এক যুবক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত আশরাফুল বারাকপুরের সালামের ছেলে।
জানা গেছে, শনিবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি গাছের ডাল কাটার সময় ডাল বিদ্যুতের তারে সাথে স্পর্শ করে। এতে সে বিদ্যুতায়িত নিচে ছিটকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।