মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল (এডিবিএ)-এর অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে বারাদী ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট, স্যানিটারী ন্যাপকিন, প্রান্তিক চাষীদের মাঝে স্প্রে-মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম। তিনি ২০টি ফুটবল, ১২টি ভলিবল, ৩টি ক্রিকেট সেট, ৩৭০ পিস স্যানিটারি ন্যাপকিন, ৪০টি স্প্রে মেশিন, ৫টি হুইল চেয়ার, ১০টি সেলাই মেশিন এবং ২০২৫-২৬ চক্রে ভিডব্লিউবি উপকারভোগী ১১৬ জনকে কার্ড বিতরণ করেন।
বারাদী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বাড়াদী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আজিম উদ্দিন,ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল, মহিলার সদস্য শাহিনা খাতুন, শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাসিমা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ