মেহেরপুর নিউজ, ০৫ ডিসেম্বর :
বাল্য বিয়ে করার অপরাধে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের পিতা ও পুত্রকে ১৫ দিনের জেল দিয়েছে মেহেরপুরের একটি ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরের দিকে ঐ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে কালাচাঁদপুর গ্রামের হাসান আলীর ছেলে মুকুল হোসেন (২৫) এর সাথে প্রায় ১৫ দিন আগে একই উপজেলার ঝাঁঝাঁ গ্রামের মনিরুল ইসলামের মেয়ে রাজিয়া খাতুন (১৪) এর বিয়ে হয়। বিষয়টি জানতে পেরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামানন্দ পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল হাসান আলী ও তার ছেলে মুকুল হোসেন এবং মনিরুল ইসলাম ও তার মেয়ে রাজিয়া খাতুনকে আটক করে পরে বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯ এর ৫ ও ৬ ধারাই বর মুকুল হোসেন ও তার পিতা হাসান আলীকে ১৫ দিনের জেল দেন।