মেহেরপুর নিউজ:
বিএনপি’র অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ। রবিবার বিকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।