মেহেরপুর নিউজ:
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুরের চিকিৎসকদের মাঝে পিপিই,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হযেছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর তাহের ক্লিনিক মিলনায়তনে চিকিৎসকদের মাঝে পিপিই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার রমেশ চন্দ্রনাথ উপস্থিত থেকে মেহেরপুরের চিকিৎসকদের মাঝে পিপিই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এসময় বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: আবু তাহের সিদ্দিক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা:এম এ বাসার সেখানে উপস্থিত ছিলেন।