মেহেরপুর নিউজঃ
আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে স্কাউট ও গার্ল গাইডস সদস্যদের অংশগ্রহণে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী।
প্রশিক্ষণে বিদ্যালয়ের শতাধিক স্কাউট ও গার্ল গাইডস সদস্য অংশগ্রহণ করছে। আসন্ন বিজয় দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রেখে প্যারেডে অংশ নিচ্ছে।