মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান প্রমূখ উপস্থিত ছিলেন। ৩ উপজেলার বিজয়ীরা মেহেরপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।