মেহেরপুর নিউজ:
মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এম কে এস পি)’র খুদে ক্রিকেটার নাফিজুর রহমান বিনয় অনূর্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় ক্রিকেট দলে খেলার সুযোগ লাভ করেছে।
প্রায় ৫ বছর যাবত বিনয় মেহেরপুর এম কে এস পি’তে খুদে ক্রিকেটার হিসেবে অনুশীলন করে আসছিল। নাফিজুর রহমান বিনয় মেহেরপুর শহরের মন্ডল পাড়ার মাসুদের ছেলে। সে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
খুলনা আবু নাসের স্টেডিয়ামে ৪ দিনের প্রশিক্ষণ শেষে খুলনা বিভাগে অনূর্ধ্ব-১৪ দলের ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়। এই ১৫ সদস্যের মধ্যে নাফিজুর রহমান বিনয় মেহেরপুরের একমাত্র ক্রিকেটার হিসেবে এই গ্রুপে খেলার সুযোগ লাভ করে। এদিকে খুলনা বিভাগে অনূর্ধ্ব-১৪ দলে স্থান পাওয়ায় মেহেরপুর এম কে এস পি’র পরিচালক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কোচ আসাদুর রহমান অনু, বিনয় সহ খুলনা বিভাগীয় দলে সুযোগ পাওয়া সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের কে অভিনন্দন জানিয়েছেন।