মেহেরপুর নিউজ:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থী-শিক্ষকদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি আফতাব আলী খান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান তুষার, মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।