মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা পিয়ার আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকালে মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করার পর পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।। এ সময় বিহঙ্গের করুণ সুর বাজতে থাকে।
উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা, রায়হানুল কবীর, সদস্য বীর মুক্তিযোদ্ধা,গুরুদাস হালদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা,আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহন আলি প্রমুখ।
শনিবার রাতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়ার আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।