মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান উপস্থিত থেকে বিনামূল্যে গাছের ছাড়া বিতরণের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান,মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ,পি পি পল্লব ভট্টাচার্য,জেলা যুব উন্নয়ন অধ্যাপক ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।