মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার বুড়িপেডা ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বুড়িপোতা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য এম এ কে খায়রুল বাশার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড কামরুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাপি, মোঃ আব্দুল্লাহ , ইলিয়াস হোসেন, রোমানা আহম্মেদ, ওমর ফারুক লিটন।আলোচনা সভা শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
নির্বাচন সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৫৬ জন ভোটারের মধ্যে ৪৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে নাসির উদ্দিন (আনারস প্রতিক)-এ ২০৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী নুরুল ইসলাম (মই প্রতীক) ১৭২ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন ২১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ইসরাফিল ( ছাতা প্রতীক) ১৭২ ভোট পান।
সম্মেলন অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আঃ রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু,জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।