মেহেরপুর নিউজ:
সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন আব্বাসউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন,সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টেলিভিশন, বক্স, শিক্ষার্থীদের সাইকেল, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, বৈদ্যুতিক ফ্যান সহ ঔষধ বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সচিব সানোয়ার হোসেন সানু ও সদস্য জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, সদর থানার ওসি সাইফুল ইসলাম প্রমুখ ও উপস্থিত ছিলেন।