মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার বিকাল পর্যন্ত সদস্য ও সংরক্ষিত সদস্যরা রিটার্নিং অফিসার কবির উদ্দীনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।সদস্য পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে ১ নং ওয়ার্ডে আল মঞ্জুর রহমান, ইসরাফিল শেখ,নজরুল ইসলাম, মিলন হোসেন, আব্দুল আলিম। ২ নম্বর ওয়ার্ডের সানোয়ার হোসেন ,আসেদ আলী, সার্থক আলী,সেলিম রেজা, আব্দুল জব্বার। ৩ নম্বর ওয়ার্ডে শরিফ উদ্দিন, হোসাইন মিয়া,জাহাঙ্গীর হোসেন।
৪ নং ওয়ার্ডে হাসানুর রহমান, এসএম শাহজাহান শান্ত,ইমাদুল হক, সোহেল রশীদ। ৫ নাম্বার ওয়ার্ডে আলমগীর হোসেন লালটু। ৬ নম্বর ওয়ার্ডে ওয়াসিম মিয়া, জহিরুল, চন্চল। ৭ নং ওয়ার্ডে আবুল হায়াত,আনিসুর রহমান, মোশারফ হোসেন,ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম। ৮ নম্বর ওয়ার্ডের মোঃ শাহিন।
৯ নম্বর ওয়ার্ডের সাজ্জাদ হোসেন, রেজাউল হক,রুস্তম আলী, ওছহেদ আলী, সাইফুর রহমান তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিকে বুড়িপোতা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হওয়ার লক্ষে ১ নম্বর ওয়ার্ডে (১,২,৩)রুপালি খাতুন, তহমিনা খাতুন,মমতাজ খাতুন, হাজেরা খাতুন। ২ নাম্বার ওয়ার্ডে (৪,৫,৬) অর্জুনা খাতুন,রাবেয়া খাতুন, আসমান তারা। ৩ নাম্বার ওয়ার্ডে (৭,৮,৯) বুলবুলি খাতুন, কদবানু খাতুন। তাদের মনোনয়নপত্র জমা দেন।