মেহেরপুর নিউজ:
মেহেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বুড়িপোতা ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সদর উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রাধাকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে রাধাকান্তপুরের আজিজুল গোল করে দলকে এগিয়ে নেন। এর ৪ মিনিট পর ফতেপুরের সাহাবুল গোল করে খেলায় সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সাহাবুল আরো ১টি গোল করে দলের জয় নিশ্চিত করেন। খেলায় সাহাবুল জোড়া গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাবুদ্দৌলা খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন। এবং খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরেফিন বাবু,বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।