মেহেরপুর নিউজ, ০১ মে:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামবাসীর উদ্যোগে বুড়িপোতা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহজামান, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু ও ইমরান হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার বিকালেআলী রেজা বিছুর সভাপতিত্বে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান শাহজামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, ইমরান হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহনেওয়াজ হোসেন, হায়দার আলী, তুহিন খান, আকবর আলী, ইদ্রিস আলী, বেলাল হোসেন, আশানুর রহমান গোপাল, মাসুম পারভেজ, আকবর আলী মাষ্টার প্রমুখ। এর আগে চেয়ারম্যান ও সদস্য অনুষ্ঠানস্থলে পৌছালে গ্রামবাসীর পক্ষ থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে ও পুস্পমাল্য দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় গ্রামবাসীদের পক্ষ থেকে তাদেরকে ক্রেষ্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।