মেহেরপুর নিউজ :
মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ে দায়েরকৃত জি.আর. ২৭৭-২৮/০৮/২৪ নম্বর মামলায় সম্প্রতি তাকে ঢাকার পুলিশ রাজধানী ঢাকা থেকে আটক করে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিটনকে হাজির করা হয়।
আদালতে শুনানিকালে পুলিশ পক্ষ থেকে রিটনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। যুক্তিতর্ক শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ফারাজী ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।