মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ব্রাদার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর সবুজ দল চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার সকালে অনুষ্ঠিত খেলায় সবুজ দল ৬৯ রানের বড় ব্যবধানে লাল দলকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সবুজ দল নির্ধারিত ২০ ওভারে 8 উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে পল্লব সর্বোচ্চ ৩৪, রাসেল ৩১ রান করেন। লাল দলের রাশেদ ৩টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে লাল দল ১৩.৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের ইমন ২৩ রান করেন। বিজয়ী দলের শ্রাবণ ৪ টি উইকেট লাভ করেন। একই দলের রাসেল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।