মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ভুয়া ডাক্তার ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আব্দুর রউফকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে গ্রাম্য ডাক্তার আব্দুল মাবুদের কাছে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা আদায় করেন এবং পরে পুনরায় টাকা দাবি করেন।
বুধবার বিকালের দিকে আদালতের মাধ্যমে আব্দুর রউফকে কারাগারে পাঠানো হয়। আগের দিন রাতে মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ভুয়া ডাক্তার ও কথিত সাংবাদিক আব্দুর রউফ বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে গ্রাম্য ডাক্তার আব্দুল মাবুদের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে।তার আগেরদিন ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে।
মঙ্গলবার দুপুরের দিকে ফোন করে আবারো টাকা দাবি করে। রাতে পুনরায় টাকা আনতে গেলে তার উপর সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয় জনতা আব্দুর রউফকে ধরে গণধোলাই দেয়।পরে গাংনীতে অবস্থানরত সেনাবাহিনীর খবর পেয়ে সেখানে আসলে রউফকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।সেনাবাহিনী আব্দুর রউফকে গাংনি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আব্দুল মামুদের ভাই মমিনুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভারত থেকে আসা আব্দুর রউফ বর্তমানে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় বসবাস করছেন। তার পিতার নাম জমির উদ্দিন।