মেহেরপুর নিউজ:
গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউপি নির্বাচনে (জাপা) জাতীয় পার্টির মনােনিত প্রার্থী আব্দুস সালামের পক্ষে পার্টির নেতাকর্মী ও সমর্থকরা মােটরসাইকেল সাইকেল শােভাযাত্রা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মটমুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২ শতাধিক মােটরসাইকেল নিয়ে শােভাযাত্রা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক জননেতা সাইফুল ইসলাম সেলিম। এসময় উপস্থিত ছিলেন মটমুড়া ইউপি নির্বাচনে (জাপা) জাতীয় পার্টির মনােনিত প্রার্থী আব্দুস সালামসহ পার্টির জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা। মােটরসাইকেলে শােভাযাত্রার আগে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম সেলিম।