মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুরে মরহুম নাজমুল ইসলাম ঝন্টু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট স্বাগতিক কোমরপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকালে কোমরপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কোমরপুর একাদশ ১০৪ রানের পাহাড় সমান ব্যবধানে শালিকা একাদশকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কোমরপুর একাদশ নির্ধারিত ১৫ ওভারে ১৭৯ রানের পাহাড় গড়ে তোলে। রায়হান দলের পক্ষে ৬৩, সালমান ৪৮, মিলন ৩৮ রান করেন। শালিকা পক্ষে রাজবা ৩ টি, সুমন, লিটিল ও মাসুম ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে শালিকা একাদশ কোমরপুরের সালমান ও আরিফের বিধ্বংসী বোলিং এর মুখে ১০ ওভারে মাত্র ৬৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মামুন সর্বোচ্চ ১৯ রান করেন। খেলায় বিজয়ী দলের সালমান ম্যান অব দ্যা ম্যাচ। মিলন ম্যান অব দ্যা সিরিজ। রায়হান সেরা ব্যাটসম্যান। আরিফুল সেরা বোলার। রাজন উদীয়মান ক্রিকেটার। এবং বিপ্লব সু আচরণের জন্য পুরস্কার লাভ করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মঈনউদ্দিন ময়না,আব্দুল মাবুদ, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আতিকুল্লাহ বেবি,নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক নাজিম, সেন্টু, মফিজুর রহমান, আব্দুস সামাদ দুদু, ফেরদৌস আলী, আতিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।