মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার জাদুখালি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মরহুম শাহাবুদ্দিন মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট বেস্টোপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেস্টোপুর একাদশ ৯ উইকেটে জুগিন্দা একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জুগিন্দা একাদশ ১২.৪ ওভারে ৯৯ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আবু সাঈদ সর্বোচ্চ ২৪ রান করে।বিষ্টো পুরের রিন্টু ৩ ওভার বল করে ১০ রানের বিনিময়ে ৫ টি উইকেট দখল করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধ্বস নামান।
জবাবে খেলতে নেমে বেস্টোপুর একাদশ ১২.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে রিন্টু সর্বোচ্চ ২২ রান করেন। রিন্টু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে লালন বিশ্বাস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।