মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ায় জরাজীর্ণ সড়কটির কাজ শুরু করতে পেরে নিজের কাছে খুব আনন্দিত মনে হচ্ছে।
পৌর মেয়র বলেন, কয়েকদিনের মধ্যেই এই সড়কটি চলা চলের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এখানে ড্রেন সহ রাস্তা নির্মাণে কাজ শুরু করলাম। আগামী এক মাসের মধ্যে পাশে যে সড়কটি রয়েছে সেটিও মেরামতে কাজ করা হবে। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, এই সড়কটি সবসময় হাটু পানি জমে থাকতো, এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সড়কটি দ্রুত নির্মাণ কাজ করা হবে।
পৌর মেয়র মাহফুজুর রহমান শুক্রবার দুপুরে মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন কালে এ কথা বলেন। পৌর মেয়র তার বক্তব্যে আরো বলেন, দীর্ঘদিন পর পৌর এলাকার উন্নয়ন শুরু হয়েছে। এই উন্নয়ন কর্মকান্ডে মেহেরপুর পৌর এলাকার কোন কাজই বাকি থাকবে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছ থেকে দোয়া কামনা করেন। পরে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন মাটিতে কোপ মেরে মল্লিক পাড়ার ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, আতাউর রহমান আতা, নকিম উদ্দিন প্রমূখ।৩৭ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে শহরের মল্লিকপাড়ার ১৭৫ মিটার রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। এর আগে পৌর মেয়র ওই এলাকায় এসে পৌঁছালে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।