মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউপি‘র উদ্যোগে সামাজিক সম্প্রীতি কমিটির ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মহাজনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক দাউদ, কোমরপুর ক্যাম্প ইনচার্জ এস.এম সেকেন্দার। প্যানেল চেয়ারম্যান ময়নউদ্দিন, কোমরপুর বাজার কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন চঞ্চল, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সমআদক মুজিবুর রহমান, ইউপি সদস্য আক্তারুজ্জামান, বিপ্লব, সৌরভ হোসেন প্রমুখ।