মেহেরপুর নিউজ:
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ উদ্দিন,সাবেক সভাপতি লালন হোসেন প্রমূখ।
এদিকে এর আগে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের নেতৃত্বে র্যালিটি মুজিবনগর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।